গত বৃহস্পতি বার বলিউড তারকা ও বর্তমান রাজনীতিবিদ কাঙ্গনা রানাওয়াত চন্ডীগর বিমানবন্দরে সজোড়ে থাপ্পড় বসালেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মী কুলিন্দর কৌর। ওই নারী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কর্মী বলে জানা গেছে।
বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী পার হওয়ার সময় নিয়ম অনুযায়ী ট্রেতে মুঠোফোন রাখতে অস্বীকৃতি জানান লোকসভার নবনির্বাচিত সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত বরং তিনি নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের ধাক্কা দিয়ে বেড়িয়ে যাবার চেষ্টা করেন। এই সময় এক নারী নিরাপত্তাকর্মী কঙ্গনাকে থাপ্পড় মারেন।
কেন অভিনেত্রীর গালে থাপ্পড় বসালেন নিরাপত্তাকর্মী কুলিন্দর। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘কৃষকদের বিক্ষোভ সম্পর্কে অভিনেত্রীর একটি পুরোনো মন্তব্যে তিনি ক্ষুব্ধ ছিলেন।’তিনি আরো বলেন,”কৃষক বিক্ষোভে তার মা অংশ নিয়েছিলেন। সে সময় কঙ্গনা বলেছিলেন, বিক্ষোভে বসার জন্য ওই নারীরা ১০০ রুপি করে নিয়েছেন।
ভারতের সিআইএসএফের কনস্টেবল কুলিন্দর কৌর কৃষক পরিবারের সন্তান। কঙ্গনাকে থাপ্পড়ের ঘটনায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং এই ঘটনায় তার বিরুদ্ধে স্থানীয় থানায় মামলাও করা হয়েছে।
আজকের এই বিব্রতকর ঘটনার পর এক ভিডিও বার্তায় কঙ্গনা বলেন, ‘আমি ঠিক আছি, নিরাপদে আছি। আমি নিরাপত্তা তল্লাশি এলাকা থেকে বের হতেই পাশের কেবিন থেকে বেরিয়ে আসা এক সিআইএসএফর এক নিরাপত্তাকর্মী আমার মুখে আঘাত করে এবং গালাগালিজ করতে শুরু করে। আমি যখন জানতে চাইলাম কেন এমন করছেন, তিনি বলেন, তিনি কৃষক আন্দোলন সমর্থন করেন।
কঙ্গনা জানান তিনি নিরাপদে আছেন।কিন্তু পাঞ্জাবে যেভাবে সন্ত্রাস ও চরমপন্থা বাড়ছে, তাতে আমি উদ্বিগ্ন।’
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
Leave a Reply