সিডনিতে শাপলা সুইট এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১লা জুন (শনিবার) ইঙ্গেল্ববার্নে সকাল ১১ টায় ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র ইব্রাহীম খলিল মাসুদ, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর পদপ্রার্থী আশিক রহমান এশ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ ফিতা কেটে ও দোআ করে ব্যবসা প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।
শাপলা সুইটের পরিচালক মোঃ গিয়াস উদ্দিন ও হাবিবা উদ্দিন লিপি জানান, আমরা প্রথম ২০১৬ সালে শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে ঘরোয়া ভাবে মিষ্টি সামগ্রী বানিয়ে স্থানীয় বাংলাদেশী গ্রোসারি দোকান গুলিতে সরবরাহ করা শুরু করি। ধীরে ধীরে আমাদের মিষ্টির সুনাম সিডনি সহ সারা অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়লে দিন দিন মিষ্টির চাহিদা বাড়তে থাকে। তাই আমরা সিডনিতে এককভাবে মিষ্টির দোকান চালু করার সিদ্ধান্ত নেই। তারা আরও জানান, আমরা শতভাগ গ্রাহক সেবা এবং মান সম্মত মিষ্টি তৈরির অঙ্গীকার নিয়ে আপনাদের সবার সহযোগিতায় আজ শাপলা সুইট এর পথ চলা শুরু করেছি।
ডেপুটি মেয়র ইব্রাহীম খলিল মাসুদ বলেন, শাপলা সুইট মান সম্মত মিষ্টি সরবরাহের পাশাপাশি স্থানীয় গ্রাহকদের অনেক দিনের চাহিদা মেটাবে। কাউন্সিলর মাসুদ চৌধুরী বলেন, দেশীয় মিষ্টির চাহিদা পুরনের অঙ্গীকার নিয়ে শাপলা সুইট এর পথচলাকে আমি সাধুবাদ জানাই।
শাপলা সুইট তাদের শুভ উদ্বোধন উপলক্ষে আজ ১ লা জুন ও আগামীকাল ২ জুন তাদের সম্মানিত ক্রেতা ও অতিথিদের বিনামূল্যে মিষ্টি মুখে আপ্যায়িত করবে।
Leave a Reply