রাজধানীর মোহাম্মদপুর শেখেরটেকে আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২ ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার অফিস রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ (শুক্রবার) রাত ১০টা ২৫ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর ১০ নম্বর শেখেরটেকে একটি ছয়তলা বিশিষ্ট আবাসিক ভবনের দোতলায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। তারা কাজ করে রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তাৎক্ষণিকভাবে কীভাবে এ আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিস সদর দপ্তরের এ কর্মকর্তা।
Leave a Reply