সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন

দেশের ৫৬ শতাংশ মোবাইল টাওয়ার অচল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৭১ Time View

প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত দেশের ৫৬ শতাংশ মোবাইল টাওয়ার অচল হয়ে আছে। এতে মোবাইল নেটওয়ার্ক না পাওয়ায় গ্রাহকরা যোগাযোগের ক্ষেত্রে ভোগান্তি পড়ছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সবশেষ তথ্য বলছে, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, মুন্সীগঞ্জ, নরসিংদী, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নেত্রকোনো ও সিরাজগঞ্জের প্রায় ৮০ শতাংশের ওপর সাইট অচল রয়েছে।

মোবাইল টাওয়ার অচল হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ না থাকা।

অপারেটরা জানায়, উপকূল এলাকায় গাছপালা ভেঙে পড়া, বিদ্যুৎ না থাকা এবং ঘূর্ণিঝড়ে ব্যাপক ইন্টারনেট ক্যাবলের ক্ষয়ক্ষতির কারণে ক্ষতিগ্রস্ত জেলাসমূহের ১০০ এর অধিক আইএসপি অপারেটরের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপকূল এলাকাসমূহে আইএসপি অপারেটরদের প্রায় ৩২০টি পিওপি রয়েছে। বর্তমানে প্রায় ২৫০টি পিওপি অকার্যকর অবস্থায় রয়েছে। উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ৩ লাখ আইএসপি গ্রাহক ফিক্সড ইন্টারনেট থেকে বঞ্চিত রয়েছেন।

যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে, সে সব জায়গায় বিভিন্ন আইএসপিরা পিওপি পোর্টেবল জেনারেটর দিয়ে পরিসেবা প্রদান করার চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category