অস্ট্রেলিয়ার সিডনিতে গত রবিবার (১২ মে) ইপিং পাবলিক স্কুলে উদয় ইনক এর উদ্যোগে অস্ট্রেলিয়ার বিগেস্ট মর্নিং টি অনুষ্ঠিত হয়েছে। যার সম্পূর্ণ অর্থ অস্ট্রেলিয়ার ক্যান্সার কাউন্সিলকে হস্তান্তর করা হয়েছে বলে সংঘঠনের প্রেসিডেন্ট ড. লায়লা আরজুমান জানান।
উদয় ইনকের প্রেসিডেন্ট ড. লায়লা আরজুমান বলেন, ‘ক্যান্সার একটি মরণব্যাধি, যা সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে। অস্ট্রেলিয়ার ক্যান্সার কাউন্সিল দীর্ঘদিন যাবত অত্যন্ত সফলতার সঙ্গে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার প্রচার ও প্রসারের লক্ষ্যে সকলেরই এগিয়ে আসা উচিত।’
এদিন, সকাল সোয়া ৯ টার দিকে সকলকে অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য মূল দরজা খুলে দেওয়া হয়। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে সকাল সাড়ে ৯ টার পর অনুষ্ঠান শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনিতা ডেসাইক্স, চেয়ার অফ ক্যান্সার কাউন্সিল এনএসডব্লিউ ও ডিরেক্টর অফ ক্যান্সার প্রিভেনশন এবং অ্যাডভোকেসি।
সকাল সাড়ে ১০ টায় সকল ডিগনিটারিসদের বক্তব্যের অংশগ্রহণ শুরু হয়। উদয় ইনকের সাধারণ সম্পাদক ডা. ধারিনি বালাচন্দন কান্ট্রি অব একনলেজমেন্ট দিয়ে অনুষ্ঠান শুরু করেন। তারপর অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করেন ভিক্টোরিয়া বোলোনিনা- অস্ট্রেলিয়ান ক্লাসিকেল এবং পপ সিঙ্গার এবং ভয়েস অস্ট্রেলিয়ার ফাইনালিস্ট।
বক্তব্যে অংশ নেন আনিতা ডেসাইক্স, চেয়ার অব ক্যান্সার কাউন্সিল নিউ সাউথ ওয়েলস; মি. জেরওমি লাক্সএল এমপি, পার্লামেন্ট মেম্বার অব বিনিলং; ফিলিপ রাডক এও, হর্ন্সবি কাউন্সিলর মেয়র; ক্যামেরন ম্যাক্লান, কাউন্সিলর সিটি অব প্যারামেটা; কাউন্সিলর শ্রীনি পিল্লামারি, হর্ন্সবি সায়ার। এছাড়াও বক্তব্য রাখেন- সাবেক ক্যানটারবুরি ব্যাঙ্কসটাউন কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু; রিজওয়ানুল চৌধুরী, সিনিয়র পলিটিকেল অরগানাইজার, ইউনাইটেড ওয়ার্কার্স ইউনিয়ন; সিডনি বিডি আইনজীবী আমজাদ খান; সাবেক DUAAA প্রেসিডেন্ট মোস্তাফা আবদুল্লাহ; DUAAA ফাউন্ডার ও সাবেক সাধারণ সম্পাদক আনিছ মজুমদার; প্রেসিডেন্ট অব চুয়েটিয়ান্স এট অস্ট্রেলিয়া, আবদুল্লাহ আল মামুন; সিইও এবং প্রেসিডেন্ট এসজিসি গ্রুপ ইনক, মানজুলা এবং ইনডু; চেলতেনাম গার্লস পি এন্ড সি প্রেসিডেন্ট রুজি কুপার; ডা. সাজেদুল ইসলাম; ডা. সুরঞ্জনা জেনিফার; ড: এহসান আহমেদ; ফেডারেল টেক্স স্পেশালিষ্ট রওশন জাহান পারভীন।
অনুষ্ঠানে ক্যান্সার সারভাইভর মারশেকা সারওয়ার তার জীবনের গল্প সবার সঙ্গে শেয়ার করে নিজেকে আশা এবং শক্তির প্রতীক হিসেবে সবার সামনে তুলে ধরেছেন। সেইসঙ্গে ক্যান্সার কাউন্সিল অস্ট্রেলিয়াকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানান তার পাশে থাকার জন্য।
বক্তব্যের পর সব সেচ্ছাসেবীদের উদয় ইনকের পক্ষ থেকে সার্টিফিকেট তুলে দেন চেয়ার অফ কেয়ার কাউন্সিল নিউ সাউথ ওয়েলস, পার্লামেন্ট মেম্বার অব বিনিলং ও কাউন্সিলরগণ।
অনুষ্ঠানে সবার আকর্ষণ ছিল গায়িকা ভিক্টোরিয়া বোলোনিনার গান। তিনি সেচ্ছাসেবীদের গান শুনিয়ে প্রাণবন্ত করে তুলেন এবং উৎসাহিত করেন।
স্টলের খাবার আয়োজনে বাংলাদেশিরা ছাড়াও অন্যান্য কমিউনিটি খাবার পরিবেশনে সহায়তা করেন। উদয় ইনক মাদার্স ডে ও বাচ্চাদের রাফেল ড্রতে পুরস্কারের আয়োজন করে। সবশেষে উদয় ইনকের সভাপতি ড. লায়লা আরজুমান সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং আগামীতে সবাইকে একসঙ্গে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply