অস্ট্রেলিয়ায় শিল্পী সাদি মহম্মদ স্মরণে সঙ্গীত সন্ধ্যা “তুমি রবে নীরবে” অনুষ্ঠিত হয়েছে । গত শনিবার (৪ মে) সিডনির হার্স্টভিল সিভিক থিয়েটার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানের আয়োজক ছিলেন প্রকৌশলী আবদুল মতিন।
শুরুতেই সাদি মহম্মদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন কলামিস্ট অজয় দাশ গুপ্ত এবং ডঃ কাইয়ুম পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লরেন্স ব্যারেল ও ন্যান্সী লীনাব্যারেল।
একক কণ্ঠে রবীন্দ্র, নজরুল, ক্লাসিক্যাল, লালন, হাসন রাজা, লতা, মান্না দে, দেশাত্মবোধক, পুরনো দিনের অসাধারণ গান পরিবেশন করেন অমিয়া মতিন। এসময় যন্ত্রশিল্পীগণ সোহেল খান ( গিটার), অভিজিৎ দান ( তবলা), নীলাদ্রি ( কী বোর্ড) এবং ফাবিহা ( বাঁশি) অংশ নেন।
অনুষ্ঠানে অমিয়া মতিন এবং সাদী মহম্মদের সিডির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে শিল্পীদের সম্মামনা ক্রেস্ট উপহার দেয়া হয়।
Leave a Reply