আজ শনিবার বিকেলে বন্ডাই জংশন শপিং সেন্টারে শিশু সহ একাধিক লোককে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে এবং সম্ভাব্য গুলির খবর পাওয়া গেছে।বন্ডাই জংশন ওয়েস্টফিল্ড লকডাউন করা হয়েছে।
কয়েকডজন পুলিশ ও সেবা কর্মী সেখানে কাজ করছে।
নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের একজন মুখপাত্র বলেছেন, “একজন পুরুষ ছুরি নিয়ে ওয়েস্টফিল্ডের চারপাশে দৌড়ানোর রিপোর্ট করা হয়েছে।”
এটিকে একটি “বড় ঘটনা” হিসাবে ঘোষণা করা হয়েছে এবং লোকজনকে এলাকাটি এড়িয়ে চলার জন্য বলা হয়েছে।
Leave a Reply