দক্ষিণ এশিয়ার মুসলিম অধ্যুষ্যিত দেশ পাকিস্তানে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার (৯ এপ্রিল) দেশটি ঈদুল ফিতর উদযাপিত হবে।
মঙ্গলবার (৯ এপ্রিল) দেশটির গণমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, আজ পাকিস্তানে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে দেশটির কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি ঘোষণা দিয়েছে। তাই আজই শেষ হচ্ছে রমজান মাস। সেই হিসেবে এবার দেশটিতে রোজা হয়েছে ২৯টি। আর আগামীকাল বুধবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
ইসলামাবাদের ফেডারেল সেক্রেটারিয়েটের কোহসার ব্লকে কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটির বৈঠকের পর এই ঘোষণা আসে।
মাওলানা আব্দুল খাবির আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে রুয়েত-ই-হিলাল কমিটির সদস্যদের পাশাপাশি পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি), সুপারকো এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মাওলানা আজাদ বলেন, দেশের অধিকাংশ এলাকা থেকে চাঁদ দেখার খবর পাওয়া গেছে।
এদিকে সোমবার চাঁদ দেখা না যাওয়ায় বিশ্বের একাধিক দেশে বুধবার (আগামীকাল) ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত এবং অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তানেও আগামীকাল ঈদ উদযাপিত হবে।
Leave a Reply