গত ৬ এপ্রিল শনিবার সিডনির রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে পবিত্র রমজান মাসের তাৎপর্য্য বজায় রেখে লাকেম্বা শাখা লিবারেল পার্টি অফ অস্ট্রেলিয়া(নিউ সাউথ ওয়েলস বিভাগ) আয়োজন করে রামাদান ইফতার ও ডিনার।
হেমা জোয়ারদারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শায়ান ইয়াসার জামান। মুসলিম সম্প্রদায়ের গুরুত্বপূর্ন রমজান মাসের তাৎপর্য ও ফজীলত সম্পর্কে আলোচনা করেন শেখ সোনার কোরুহলু।
ইফতার সময়ে সবাইকে ইফতার পরিবেশনের করার পর অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত ও একটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।এর পরই উপস্থিত সকলের উদ্দেশ্য স্বাগত বক্তব্য দেন লাকেম্বা শাখা লিবারেল পার্টি অফ অস্ট্রেলিয়া (নিউ সাউথ ওয়েলস বিভাগ) এর সভাপতি ও প্রাক্তন কাউন্সিলর শাহে জামান টিটু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, ডন হারউইন, প্রেসিডেন্ট লিবারেল পার্টি অফ অস্ট্রেলিয়া (নিউ সাউথ ওয়েলস বিভাগ) এবং রিচার্ড শিল্ডস স্টেট ডিরেক্টর লিবারেল পার্টি অফ অস্ট্রেলিয়া (নিউ সাউথ ওয়েলস বিভাগ)।
অনুষ্ঠানে আগত বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান হয়।এরা হলেন হ্যারি স্টাচবেরি – স্টেট এক্সিকিউটিভ মেম্বার এবং নিউ সাউথ ওয়েলস ইয়াং লিবারেলের প্রাক্তন প্রেসিডেন্ট, মার্টিন জাইটার এনএসডব্লিউ লিবারেলের স্টেট এক্সিকিউটিভ সদস্য এবং প্যারামাট্টার প্রাক্তন কাউন্সিলর, জোয়ান ব্রোমিলো এনএসডব্লিউ লিবারেলের স্টেট এক্সিকিউটিভ সদস্য এবং মহিলা কাউন্সিলের কোষাধ্যক্ষ, কাউন্সিলর জর্জ জাখিয়া ক্যান্টারবেরি ব্যাঙ্কসটাউন, কাউন্সিলর চার্ভেল আবৌরাদ ক্যান্টারবেরি ব্যাঙ্কসটাউন, কাউন্সিলর নিকোলাস স্মারডেলি জর্জেস রিভার কাউন্সিল, কাউন্সিলর পিটার ক্যামিলেরি ব্ল্যাকটাউন কাউন্সিল, কাউন্সিলর শ্রীনি পিল্লামারি কাউন্সিলর হর্নসবি শায়ার কাউন্সিল সাজেদা আক্তার সানজিদা সিটি অফ ক্যান্টারবেরি ব্যাঙ্কসটাউন কাউন্সিলর, বেন নাস্তাসি লিবারেল পার্টি ওভারসাইড কমিটির সদস্য ও ডেভিড নুরি লিবারেল পার্টি কমিটির সদস্য।
লাকেম্বা শাখা লিবারেল পার্টি অফ অস্ট্রেলিয়া (নিউ সাউথ ওয়েলস বিভাগ) এর সভাপতি ও প্রাক্তন কাউন্সিলর শাহে জামান টিটু ফুলেল শুভেচ্ছা প্রদান করেন স্টেট ডিরেক্টর রিচার্ড শিল্ডস, মাননীয় ফিলিপ রুডক এও মেয়র হর্নসবি শায়ার, মাননীয় সেনেটর মারিয়া কোভাসিক, মাননীয় সিনেটর অ্যান্ড্রু ব্র্যাগ, মাননীয় ড্যামিয়েন টোডেহপ এমএলসি, মাননীয় মার্ক কোর এমপি, মাননীয় স্কট ফার্লো এমপি, মাননীয় ক্রিস রথ এমএলসি, মেয়র কারমেলো পাস, প্রাক্তন মেয়র জর্জ গ্রিস, একাদশ মাইক্রোসফট ওয়েন্ডি লিন্ডসে ও মাইক্রোসফট. বেরেমিস ওয়াকার।
উক্ত আয়োজনে আরো বক্তব্য রাখেন, মাননীয় ডন হারউইন, অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির প্রেসিডেন্ট (নিউ সাউথ ওয়েলস বিভাগ), মাননীয় ফিলিপ রুডক এও, হর্নসবি শায়ার কাউন্সিলের মেয়র, মাননীয় মার্ক কোর এমপি, ওটলির রাজ্য সদস্য, মিসেস ওয়েন্ডি লিন্ডসে, হিস্ট হিলসের প্রাক্তন সদস্য, জর্জ জাখিয়া। ক্যান্টারবেরি-ব্যাঙ্কটাউন সিটির কাউন্সিলর।
পবিত্র রমজানের এই বিশেষ আয়োজনের সমাপ্তি ঘোষনা করার আগে সকলে রাতের খাবারে অংশ গ্রহন করেন।
Leave a Reply