স্বাধীনতা এক বিজয়
স্বাধীনতা এক পতাকা,
স্বাধীনতা এক আলো
স্বাধীনতা এক ভাবনা।
স্বাধীনতা এক গৌরব
স্বাধীনতা এক সৌন্দর্য,
স্বাধীনতা এক সৃষ্টি
স্বাধীনতা এক প্রাচুর্য।
স্বাধীনতা এক ভূমি
স্বাধীনতা এক স্বার্থকতা,
স্বাধীনতা এক সমৃদ্ধি
স্বাধীনতা এক নিরাপত্তা।
স্বাধীনতা এক কাহিনী
স্বাধীনতা এক বাস্তবতা,
স্বাধীনতা এক জীবনী
স্বাধীনতা এক সাহসিকতা।
স্বাধীনতা এক ছবি
স্বাধীনতা এক সফলতা,
স্বাধীনতা এক কাব্য
স্বাধীনতা এক পরিপূর্ণতা।
স্বাধীনতা এক বন্ধন
স্বাধীনতা এক একাত্মতা,
স্বাধীনতা এক সূর্য
স্বাধীনতা এক ভালবাসা।
স্বাধীনতা এক উচ্ছ্বাস
স্বাধীনতা এক গান,
স্বাধীনতা এক ফসল
স্বাধীনতা এক প্রান।
Leave a Reply