সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

গোপালগঞ্জে একই পরিবারের ৪ নারীসহ নিহত ৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২১৯ Time View

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। এদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাঘদী ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাছিমা বেগম (৬৫), কমলা বেগম (৭৫), আসমা বেগম (৫৮), সালমা বেগম (৬২) ও মাইক্রোবাস চালক (৪০)। মাইক্রোবাস চালক ছাড়া নিহতদের গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ গোপালপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে ঢাকা থেকে একটি মাইক্রোবাসে করে গোপালপুরে যাচ্ছিলেন একই পরিবারের ১০ জন। বেলা সাড়ে ১১টার দিকে মাইক্রোবাসটি মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় পৌঁছায়। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা গ্লোবাল পরিবহনের একটি দ্রুতগামী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাইক্রোবাসে থাকা চার নারী ও চালক ঘটনাস্থলে মারা যান। আহত হন তিনজন।
মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে একই পরিবারের চার নারীসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত মাইক্রোবাস চালকের নাম-ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category