শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

পার্থে এক পরিবারে চারজন নিহত, এটা কি মর্ডার না সুইসাইড ?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৫ Time View

পার্থ শহরের পশ্চিমাঞ্চলের মসম্যান পার্ক এলাকায় শুক্রবার সকালে এক পরিবারের চার সদস্যের দেহ মিলেছে, পুলিশ এই ঘটনাকে সন্দেহভাজন মর্ডার/সুইসাইড হিসেবে তদন্ত করছে।

পুলিশ জানিয়েছে, সকাল প্রায় ৮:১৫ একজন পরিচিত ব্যক্তি পরিবারের বাড়িতে গিয়েই ভেতরে থাকা দেহগুলো দেখতে পান এবং জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে খবর দেন। ঘটনাস্থলটি মট ক্লোজের এক আবাসিক বাড়ি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ছিলেন ৫০ বছর বয়সী এক পুরুষ ও ৪৯ বছর বয়সী এক মহিলা, এবং তাদের দুই কিশোর সন্তান বয়স ১৪ ও ১৬ বছর। বাড়ির ভেতর দুটি কুকুর ও একটি বিড়ালও মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃতদেহ গুলোর সাথে এক নোট পাওয়া গেছে, যা পুলিশ এখন বিশ্লেষণ করছে।  পুলিশের প্রাথমিক তদন্তে কোন বাহ্যিক সহিংসতা বা অস্ত্র ব্যবহারের চিহ্ন পাওয়া যায়নি।

তবে কমিউনিটির দেয়া তথ্য মতে পুলিশ জানায়, নিহত দুই কিশোরের গুরুতর স্বাস্থ্যগত সমস্যা ছিল এবং তারা আগে স্বাস্থ্য সেবা মাধ্যম থেকে সেবা গ্রহণ করেছিল।এই পরিবারে পূর্বেরও কোনো গৃহ সহিংসতা সংক্রান্ত রিপোর্টও পাওয়া যায়নি

ডিটেকটিভ অ্যাকটিং ইনস্পেক্টর জেসিকা সিকুরো বলছেন, এই ঘটনার ওপর প্রাথমিকভাবে মর্ডার সুইসাইডের ছায়া রয়েছে। ঘটনাস্থলে কোনো বাহ্যিক সহিংসতার চিহ্ন নেই, এবং পুলিশের কাছে পরিবারের কোনো পূর্ব ইতিহাসে গৃহ সহিংসতার রিপোর্ট ছিল না। চলমান তদন্তে নোটের বিষয়বস্তু সহ অন্যান্য প্রমাণাদি পর্যবেক্ষণ করছে ফরেনসিক টিম।

পুলিশ জানায়, এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে এবং তদন্তের জন্য এলাকাটি নিরাপদ রেখেছেন কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, কমিউনিটির জন্য কোনো চলমান ঝুঁকি নেই। তদন্তকারীরা প্রতিবেশীদের সাক্ষাৎকার নিচ্ছেন এবং ভিডিও ফুটেজসহ অন্যান্য প্রমাণাদি সংগ্রহ করছেন।

এমন ঘটনায় পার্থ ও তার আশপাশের এলাকা গভীর শোকে ডুবে গেছে এবং সেখানে দায়িত্বপ্রাপ্তরা তাদের মানসিক স্বাস্থ্যসহ অন্যান্য সহায়তা প্রদান করছে। তদন্ত এখনো চলমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category