অর্থনীতিতে উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির তত্ত্ব ব্যাখ্যা করার জন্য এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিশিষ্ট অর্থনীতিবিদ জোয়েল মোকির, ফিলিপ আগিয়ন ও পিটার হাউইট।
সোমবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, জোয়েল মোকির যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অধ্যাপক, ফিলিপ আগিয়ন প্যারিসের কলেজ দ্য ফ্রান্স ও আইএনএসইএড এবং লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে কর্মরত এবং পিটার হাউইট যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক।
পুরস্কারের অর্ধেক পেয়েছেন জোয়েল মোকির। আর বাকি অর্ধেক পেয়েছেন আগিয়ন ও হাউইট।
নোবেল কমিটির সদস্য জন হ্যাসলার বলেন, “জোয়েল মোকির ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করে দেখিয়েছেন, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনই দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি।”
তিনি আরও বলেন, “ফিলিপ আগিয়ন ও পিটার হাউইট গড়ে তুলেছেন ‘ক্রিয়েটিভ ডেস্ট্রাকশন’ নামে পরিচিত একটি গাণিতিক মডেল। যেখানে পুরোনো পণ্য ও প্রযুক্তিকে নতুন ও উন্নত উদ্ভাবন ক্রমাগত প্রতিস্থাপন করে।”
এর আগে গত সপ্তাহে চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, শান্তি ও সাহিত্য বিষয়ে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। এসব পুরস্কার সুইডিশ বিজ্ঞানী ও উদ্ভাবক আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী ১৯০১ সাল থেকে প্রদান করা হচ্ছে। তবে অর্থনীতি বিভাগ যুক্ত হয়। ১৯৬৯ সালে প্রথম এই পুরস্কার পান নরওয়ের রাগনার ফ্রিশ ও নেদারল্যান্ডসের জান টিনবার্গেন।