বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে শিশুসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৮১ Time View

ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তান-নিয়ন্ত্রিত অঞ্চলে অন্তত তিনটি স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে একজন শিশুসহ ৩ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছে, পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ হামলায় এক শিশু কমপক্ষে ৩ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।

বার্তাসংস্থা এসোসিয়েট প্রেস জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অংশে পর্যটকদের ওপর গত মাসে জঙ্গি হামলার পর পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে। জঙ্গি হামলায় মদদ দেওয়ার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছে, যা ইসলামাবাদ অস্বীকার করেছে।

হামলার সময় পাকিস্তানের আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ভারত বলেছে তারা জঙ্গিদের ব্যবহৃত পরিকাঠামোতে হামলা চালিয়েছে।

পাকিস্তানে মিসাইল ছোড়ার তথ্য নিশ্চিত করে ভারত জানিয়েছে, তাদের সামরিক বাহিনী আজাদ কাম্মিরসহ পাকিস্তানের নয়টি জায়গায় মিসাইল ছুড়েছে।

সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে দাবি করে ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি।

বিবৃতিতে তারা বলেছে, “কিছুক্ষণ আগে, ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে ৯টি জায়গায় আঘাত হানা হয়েছে।”

এ হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর কোনো অবকাঠামোতে আঘাত হানা হয়নি দাবি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। তারা বলেছে, “এটি ছিল কেন্দ্রীভূত, পরিমাপিত”। এছাড়া উত্তেজনা যেন বৃদ্ধি না হয় সে বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে।

জম্মু-কাশ্মিরে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ ভারতীয় নিহত হওয়ার জবাবে পাকিস্তানে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী।

হামলার পর পর ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে। এতে লিখেছে, “ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। জয় হিন্দ।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category