বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

কানাডায় উৎসবে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় বহু হতাহতের আশঙ্কা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২২০ Time View

কানাডার ভ্যাঙ্কুভার শহরে একটি ফিলিপিনো স্ট্রিট ফেস্টিভ্যালে ভিড়ের মধ্যে গাড়ি হামলার ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, অনেকেই আহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ভ্যাঙ্কুভারের সড়কে উৎসব চলাকালে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা একটি গণহতাহতের ঘটনার তদন্ত করছে। তবে তারা তাৎক্ষণিকভাবে হতাহতদের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি। পুলিশ জানিয়েছে, আরও তথ্য রবিবার সকালে জানানো হবে।

ঘটনাস্থল থেকে এরইমধ্যে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রাত ১২টার এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি তাদের ‘পরিচিত’ ছিল। তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। ঘটনার সময় উপস্থিত লোকজনই প্রথমে ওই ব্যক্তিকে আটক করে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে পুলিশ বলেছে, শনিবার স্থানীয় সময় রাত ৮টার একটু পর একজন গাড়িচালক ইস্ট ৪১ অ্যাভিনিউ ও ফ্রেসার স্ট্রিটে একটি উৎসবে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেন। ওই সড়কে ফিলিপাইনের জাতীয় বীরের সম্মানে ‘লাপু লাপু ডে ব্লক পার্টি’ অনুষ্ঠিত হচ্ছিল।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক্সে লিখেছেন, ‘ভ্যাঙ্কুভারের লাপু লাপু উৎসবে সন্ধ্যায় ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার খবর পেয়ে আমি মর্মাহত।’

ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম এবং ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি এক্সে শোক প্রকাশ করেছেন।

এক প্রত্যক্ষদর্শী সিটিভি নিউজকে জানান, উৎসবের এলাকায় ভিড়ের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার আগে তিনি একটি কালো গাড়িকে এলোমেলোভাবে চলাচল করতে দেখেছেন।

ভ্যাঙ্কুভার সান পত্রিকা জানিয়েছে, ঘটনাস্থলে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

সিটিভি নিউজ জানিয়েছে, কানাডার নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জগমিত সিংও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে গাড়ি আসার কয়েক মিনিট আগে তিনি সেখান থেকে চলে যান।

কানাডায় ফেডারেল নির্বাচন সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category