বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা অন্য দলের গিবত গাইলে জনগণের লাভ হবে না: তারেক রহমান তুষারঝড়-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৩০ জনের মৃত্যু শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ৮ লাখ বাসিন্দা প্রায় ৪ হাজার গণমাধ্যমকে ভোটের পাস দেবে নির্বাচন কমিশন সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, ৩ মরদেহ উদ্ধার সিডনিতে চাঁদপুর অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার অভিষেক ও মিলনমেলা অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি ফর পূজা এন্ড কালচার (BSPC) আয়োজিত সরস্বতী পূজা কারাফটকে মৃত স্ত্রী-সন্তানের মুখ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম

চিত্রনায়ক সিয়াম ও অভিনেত্রী হিমির কণ্ঠে ডুয়েট গান

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২২৪ Time View

তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ এবং ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি একসঙ্গে আসছেন কন্ঠশিল্পী হিসেবে। না, তারা কোন নাটক বা সিনেমায় কণ্ঠশিল্পীর চরিত্রে অভিনয় করেননি। বাস্তবেই তারা একসঙ্গে গেয়েছেন একটি ডুয়েট গান। আর তা দেখা ও শোনা যাবে ঈদুল ফিতর উপলক্ষ্যে নির্মিত বিশেষ ইত্যাদি অনুষ্ঠান।

এই দুই শিল্পী একসঙ্গে কখনও অভিনয় না করলেও ইত্যাদিতে তারা একসঙ্গে গাইলেন একটি চমৎকার রোমান্টিক গান। পেশাদার সংগীতশিল্পী না হয়েও খুব চমৎকারভাবেই গানটি গেয়েছেন এই দুই তারকা অভিনয়শিল্পী, এমনটাই জানিয়েছে ‘ইত্যাদি’ কতৃপক্ষ।

সিয়াম ও হিমির টিভিতে গাওয়া এটিই প্রথম গান। বলা যায় এই গানটির মাধ্যমেই এই দুই অভিনয়শিল্পীর কন্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।

গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

সিয়াম ও হিমির এই ব্যতিক্রমধর্মী গানটি চিত্রায়িত হয় চারিদিকে লেক ঘেরা একটি দৃষ্টিনন্দন ব্যতিক্রমী স্থানে।

প্রতি ঈদ ইত্যাদিতেই থাকে নতুন নতুন চমক। উপহার দেয়া হয় বিভিন্ন অঙ্গনের শিল্পীদের ব্যতিক্রমী প্রতিভার। যেমন গত ঈদের ইত্যাদিতে বরেণ্য নির্মাতা হানিফ সংকেত ইত্যাদির মাধ্যমেই সংগীত শিল্পী হিসাবে উপহার দিয়েছিলেন অভিনয় তারকা তাসনিয়া ফারিণকে। তিনি তাহসানের সঙ্গে একটি দ্বৈত সংগীত পরিবেশন করেছিলেন। গানটি মিডিয়াতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

এবার ঈদ ইত্যাদিতে তিনি উপহার দিয়েছেন সিয়াম ও হিমিকে। দর্শক এতদিন শুধু তাদের অভিনয় করতেই দেখেছেন এবার ইত্যাদিতে দেখবেন সংগীতশিল্পী হিসাবে। এই গানটিও ব্যাপক জনপ্রিয় হবে বলে আশা প্রকাশ করা যায়।

প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category