বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১৮ মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৯৫ Time View

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১৮টি মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ।

পুলিশ কর্মকর্তারা সিবিএস নিউজকে জানিয়েছেন, দুর্ঘটনার স্থান থেকে ১৮টি মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এখন পর্যন্ত কোনো জীবিত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বিবিসি জানিয়েছে, উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিল। সামরিক হেলিকপ্টারটি ৩ জন মার্কিন সৈন্য ছিলেন।

এর আগে বুধবার রাতে, পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক উড়োজাহাজের সাথে রিগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে একটি সিকরস্কি এইচ-৬০ হেলিকপ্টারের মাঝ আকাশে সংঘর্ষ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, পটোম্যাক নদীর ওপরে মাঝ আকাশে বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষ হয়।

বিমান বিধ্বস্তের ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। ইউএস পার্ক পুলিশ, ডিসি মেট্রোপলিটন পুলিশ এবং মার্কিন সামরিক বাহিনীর একাধিক হেলিকপ্টার ঘটনাস্থলের ওপর চক্কর দিতে দেখা গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ বুধবার রাতে জানিয়েছে, দুর্ঘটনার পর জরুরি কর্মীরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন। বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয়েছে।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, তারা দুর্ঘটনা নিয়ে আরও তথ্য সংগ্রহ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category