মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন

অস্ট্রেলিয়ায় নজরুল জয়ন্তী উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৪২ Time View

অস্ট্রেলিয়ার সিডনীতে গত ৩ আগষ্ট (শনিবার) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তী উদযাপন করা হয়েছে।

সন্ধ্যার পর গ্লেনফিল্ড কমিউনিটি হলে খোলা আকাশ, এ-বি স্ট্রিট লাইব্রেরী ও মাল্টিকালচারাল কমিউনিটি কনেক্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক নবীন-প্রবীন নজরুল ভক্ত উপস্থিত ছিলেন।

শুরুতে সমবেত কণ্ঠে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের পর বাংলাদেশে সম্প্রতি বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কবি শাফিন রাশেদ ও আশিক রহমান এ্যাশের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন মো শফিকুল আলম। কবি নজরুলের রাজনৈতিক জীবনের উপর আলোচনা করেন প্রধান আলোচক ড: রফিকুর রহমান।

এরপর স্থানীয় কিশলয় কচিকাঁচা’র শিশু-কিশোররা আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করে। এই অংশের পরিচালনায় ছিলেন সংগঠনটির প্রিন্সিপ্যাল রোকসানা বেগম। গান পরিবেশন করেন অতলান্ত ঋদ্ধ, ফারিন আহমেদ, সামিহা রাশেদ, রোকসনা বেগম, নাজ আহমেদ, অমিয়া মতিন ও চারু গানের দলের আয়শা কলি। আবৃত্তি করেন নাসরিন মোফাজ্জেল ও পলি ফরহাদ।

প্রিয় কবির চড়াই উৎড়াই জীবনের বিভিন্ন অংশ নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করেন কামাল পাশা, নেহাল নেয়ামুল বারি, লরেন্স ব্যারেল, মাসুদ চৌধুরী, কায়সার আহমেদ, মিলি ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের সংগীতায়োজনে কি-বোর্ডে ছিলেন আশিক সুজন, তবলায় পার্থ বড়ুয়া, গীটারে দিব্য জ্যোতি বড়ুয়া। স্থানীয় জনপ্রিয় গানের দল চারু সংগীত পরিবেশন করে। সাজসজ্জায় ছিল কানিতা হিউম্যানিটি ফাস্ট এবং শব্দ নিয়ন্ত্রনে ছিলেন সৈয়দ মাহাদী।

অনুষ্ঠানটির সার্বিক সহযগিতায় ছিল প্রশান্তিকা বইঘর, কিশলয় কচিকাঁচা, সিডনি প্রতিদিন, চারু ও আমাদের কথা নিউজ পোর্টাল। আয়োজকরা এই আয়োজনটি আগামীতেও করার প্রত্যয় ব্যক্ত করে অতিথিদের নৈশ ভোজের আমন্ত্রন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category