আমি মেয়ে, এটাই আমার
জীবনের অভিশাপ
আমি মেয়ে, জন্মটাই যে আমার
আজনমের পাপ
আমিতো নই কোন কূলের
প্রভাত আলোর বাতি
আমি হলাম আমাবস্যার
আঁধার কালো রাত্রি
সংসারে কোন নেই ঠিকানা
নেই কোন স্থান
কারো মেয়ে, কারো বোন
কারো বধূতে অবস্থান
পারিনাকো আমি বাবার মুখে
মুখাগ্নি কভু দিতে
পারিনাকো আমি ছেলের মতো
ষোলআনা কভু নিতে
আমি মেয়ে, তাইতো যে বাবা
গোনে যৌতুকের পন
আমি যে মানুষ, আমি যে প্রাণ,
তবু যে জড় জীবন।
Leave a Reply