বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

চট্টগ্রামে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৫ Time View

চট্টগ্রামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তিন ভাইসহ পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৪ আগস্ট) চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— আনোয়ারার পশ্চিম সিংহরা এলাকার আহামদ মিয়া (৪৯), মো. ইলিয়াছ (৫৪), নুরুল আবছার (৩৬), রফিক (৪৬) ও মো. সোলায়মান।

খালাস পেয়েছেন—আবদুল কুদ্দুছ, মো. আনোয়ার ও মো. এনাম।

আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মদ জানান, রায় ঘোষণার সময় পাঁচ আসামির মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৯ আগস্ট আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের বাসিন্দা আবদু শুক্কুরকে তার বাসা থেকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরদিন ২১ আগস্ট চাতরি এলাকায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় শুকুরের ছেলে মো. মিজান আনোয়ারা থানায় মামলা করেন।

পুলিশের তদন্তে জানা যায়, পার্শ্ববর্তী খালে জাল দেওয়া নিয়ে পূর্বশত্রুতার জেরে আসামিরা শুক্কুরকে পরিকল্পিতভাবে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। ১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category