বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

প্রখ্যাত সংগীতশিল্পী জীনাত রেহানার মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৫৬ Time View

বাংলা সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র—প্রখ্যাত গায়িকা জীনাত রেহানা আজ আর আমাদের মাঝে নেই। বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জীনাত রেহানা ছিলেন বাংলা আধুনিক গানের এক গৌরবময় অধ্যায়ের অংশ। ১৯৬৪ সালে তিনি বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ১৯৬৮ সালে তাঁর কণ্ঠে পরিবেশিত ‘সাগরের তীর থেকে’ গানটি প্রচারের পরপরই শ্রোতাদের মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করে। এই গানটিই তাঁকে এনে দেয় অমর খ্যাতি।

১৯৬৫ সালেই তিনি টেলিভিশনের গায়িকা হিসেবেও যাত্রা শুরু করেন। যদিও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে দীর্ঘ সময় যুক্ত থাকার কারণে তাঁকে সংগীতচর্চায় নিয়মিত দেখা যেত না, তবে তাঁর কণ্ঠে যেসব গান রয়েছে, তা আজও মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে।

জীনাত রেহানার গাওয়া উল্লেখযোগ্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে—
• ‘একটি ফুল আর একটি পাখি বলতো কি নামে তোমায় ডাকি’
• ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’
• ‘কপালে তো টিকলি পরবো না’
• ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’
• ‘আমায় যদি ডাকো কাছে’
• ‘কণ্ঠবীণা’
• ‘মনে রেখো, স্মৃতি থেকে’

এইসব গান তাঁকে বাঙালি শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন দিয়েছে। তাঁর কণ্ঠে মিশে ছিল স্নিগ্ধতা, আবেগ আর স্বকীয়তা—যা বাংলা গানের ভাণ্ডারকে করেছে আরও সমৃদ্ধ।

সংগীতশিল্পী, সংস্কৃতিকর্মী ও ভক্ত-অনুরাগীদের পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। তাঁর মৃত্যুতে জাতি হারাল একজন অতুলনীয় কণ্ঠশিল্পী, বাংলা গানের এক শ্রেষ্ঠ সাধক।

আমাদের কথা পরিবার জীনাত রেহানার বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category