বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন

রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১২২ Time View

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলারে ঠেকেছে। গত ২৮ মাসের মধ্যে যা সর্বোচ্চ।

রোববার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২৯ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১৩১৩ দশমিক ৭৫ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৬৩২৫ দশমিক ৫৬ মিলিয়ন বা ২৬ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া নিট রিজার্ভ এখন ২০ হাজার ৩১৯ দশমিক ৮৯ মিলিয়ন বা ২০ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫ দশমিক ৫১ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া নিট রিজার্ভ ছিল ১৯ দশমিক ৮০ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category