শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১৯ দেশের অভিবাসন আবেদন প্রক্রিয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ : আপিল বিভাগ উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০ অনুমতি না নিয়েই ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবস্থা নেবে সরকার বাংলা একাডেমির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সিডনিতে অজি এনএসউয়ারস অ্যাসোসিয়েশন ইনক এর উদ্যোগে এনএসইউ এল্যুমনাই নাইট অনুষ্ঠিত অস্ট্রেলিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের ভলিবল টুর্নামেন্ট শুরু সিডনিতে বিএনপির “সোশ্যাল মিডিয়ায় ফ্যাক্ট চেকিং এবং এআই এর ব্যবহার” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দীতে মানুষের ঢল

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১২৩ Time View

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রতিদিনই বাড়ছে ইসরাইলি হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান হচেছ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় এই গণজামায়াতে শুরুর কথা থাকলেও গতকাল থেকেই আসতে শুরু করেছে মানুষ। শনিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানে। এতে করে অনুষ্ঠান শুরু আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান।

সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, রাজধানীর পাঁচ পয়েন্ট থেকে আসা মিছিলে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। সেই জনসমুদ্র উদ্যান ছেড়ে টিএসসি, দোয়েল চত্বর পৌঁছে গেছে।

সোহরাওয়ার্দীতে আসা মানুষের হাতে ফিলিস্তিনের পতাকা ও প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা গেছে। অনেকেই ‘গাজা শান্তি চায়’, ‘ইসরায়েল নিপাত যাক’, ‘ফিলিস্তিনের শিশুদের রক্ষা করো’ ‘ফ্রি গাজা’, ‘ইউ স্ট্যান্ড উইথ গাজা’- এমন বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে তাদের।

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামে প্ল্যাটফর্মের ডাকা এ কর্মসূচি বিকেল ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, নিরীহ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যেই এমন কার্যক্রম। তাদের দাবি, সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ অংশ নেবে এ প্রতিবাদ কর্মসূচিতে।

এতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। মাগরিবের পূর্ব পর্যন্ত চলবে এ কর্মসূচি।

সাধারণ মানুষের পাশাপাশি এ কর্মসূচিতে অংশ নিচ্ছে বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এটি ঢাকার রাজপথে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজক ও সংশ্লিষ্টরা।

এই কর্মসূচিতে যোগ দেবেন, আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category