বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে কমপক্ষে ২২ জন নিহত কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস চলছে হুজাইফার, হয়েছে স্ট্রোক শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত, নিহত ৪ প্রবাসীকল্যাণ ব্যাংকে চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম : আসিফ নজরুল দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে সরকার: অর্থ উপদেষ্টা গণভোট ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে: আলী রীয়াজ চালু হচ্ছে ফ্রিল্যান্সারদের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম সিডনিতে ‘ম্যাজিক ওয়ার্ড’ নাটকের সফল প্রিমিয়ার-শো অনুষ্ঠিত

ফেনীতে একদিনে সড়কে ঝরল ৮ প্রাণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৯ Time View

ফেনীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ছয় নির্মাণ শ্রমিকসহ ৮ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ছাগলনাইয়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কাজ সেরে ফেনী শহরে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছনুয়ার দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় নির্মাণশ্রমিক বহন করা পিকআপে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ছয় নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন—ভোলা জেলার মনপুরা থানার হাজীরহাট এলাকার মো. ফারুকের ছেলে মো. আরিফ (২২), একই থানার হাজীরহাট ইউনিয়নের চর ফয়জুদ্দিন গ্রামের নুর আলমের ছেলে মহিউদ্দিন (৩৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বলই বুনিয়া ইউনিয়নের চোলম বাড়িয়া এলাকার সাবুল শেখের ছেলে নাজমুল শেখ, নোয়াখালী জেলার হাতিয়ার জুবায়ের (৩৫)। অন্য দুইজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এ ঘটনায় আরও অন্তত ৬-৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- জাহাঙ্গীর (৩০), মনির (৪০), সবুজ (২৫), নাগর মাঝি (৪০) অন্যতম। তারা সবাই ভোলা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

এ দিন সকালে মরদেহবাহী অ্যাম্বুলেন্স চাপায় হৃদয় (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এর আগে সকাল সাড়ে ৭টায় জেলার ছাগলনাইয়া উপজেলার বক্তার হাটে ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মোহাম্মদ করিম উল্লাহ (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি ফুলগাজী উপজেলার আমজাদ হাটের রৌশনাবাদ একাডেমির প্রধান শিক্ষক। পরিবারিক সূত্রে জানা যায়, বাড়ির কাজের জন্য শ্রমিক আনতে ছাগলনাইয়া যান করিম উল্লাহ। সেখান থেকে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে বক্তার হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে সিএনজি অটোরিকশা সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category