সিডনির নিউ সাউথ ওয়েলস সাউথ কোস্টে একটি লেগুনে সাঁতার কাটতে গিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে গেরিংগংয়ের ছুটির শহর ওয়েরি লেগুনে ওই কিশোর সাথে আরও দুই ছেলে সাঁতার কাটছিল। কিন্তু ১৬ এবং ১৮ বছর বয়সী ওই দুই ছেলে নিরাপদ স্থানে চলে যায়।
তাদের উদ্ধারে জরুরি পরিষেবাগুলিকে বিকেল ৫টার দিকে ফোন করা হয়। পরে একজন লাইফগার্ড ১৪ বছর বয়সী ওই কিশোরকে মৃত অবস্থায় উদ্ধার করে।
লেগুনটি ওয়েরি বিচের পিছনে বাঁক নেয় এবং টহল দেওয়া সাঁতার এলাকা থেকে অনেক দূরে অবস্থিত। লেক ইলাওয়ারা পুলিশ জেলার কর্মকর্তারা তদন্ত করছেন।
Leave a Reply