পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন, আমরা একটি উন্নত বাংলাদেশের জন্য ‘আশা, প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা’ নিয়ে আগামী বছরের দিকে তাকিয়ে আছি।
শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন অফিস স্পাউস অ্যাসোসিয়েশন (ফোসা) আয়োজিত বার্ষিক ‘ফোসা ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার ২০২৪’-এ তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র সচিব বলেন, আসুন, আমরা একটি উন্নত বাংলাদেশের জন্য কঠোর পরিশ্রম করি, বাংলাদেশকে উন্নত করাই হবে জীবন উৎসর্গকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
বিদায়ী বছরটি অনেক ত্যাগ ও রক্তপাতের সাক্ষী হয়েছে উল্লেখ করে জসিম বলেন, আমাদের অনেক তরুণ জীবন হারিয়েছেন। যারা এখন আর আমাদের মাঝে নেই। কিন্তু তাদের বীরত্বকে আমরা স্মরণ ও সম্মান করি। ‘আসুন আমরা তাদের জন্য কাজ করি’।
পররাষ্ট্র সচিব বলেন, সারা বিশ্বে গোলযোগ ও বিশৃঙ্খলা, মৃত্যু ও ধ্বংস, অযৌক্তিকতা ও উন্মাদনা, অন্যায় ও অবিচার বিরাজ করছে।
তিনি বলেন, আসন্ন বছরে আমরা অলৌকিক কিছু দেখার আশা করতে পারি না, কিন্তু আমাদের একটি অংশ হতাশা এবং ধ্বংসের সময়েও আশা দেখতে পায়। সুতরাং, আমরা আশাকরি বিশ্বের একটি ভাল অগ্রগতি দেখতে পাব এবং এর জন্য আমাদের কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, ফোসা’র সভাপতি শায়লা পারভীন প্রমুখ।
Leave a Reply