সঙ্গীতপ্রেমীদের কাছে ‘গজল কিং’ নামে পরিচিত, পদ্মশ্রী প্রাপ্ত গজল সংগীতে প্রবাদপ্রতিম শিল্পী পঙ্কজ উদাস পাড়ি জমালেন না ফেরার দেশে।দীর্ঘ রোগ ভোগের পর আজ ২৬ ফেব্রুয়ারী সোমবার সকালে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৭২ বছর।
তাঁর গাওয়া হিন্দি বা বাংলা সিনেমার গান, লাইভ অনুষ্ঠান ও অ্যালবাম গুলো আশি ও নব্বইয়ের দশকে শ্রোতাদের মুগ্ধ করেছে।মহেশ ভাটের সিনেমায় তাঁর গাওয়া ‘চিঠি’ গানটি সকল প্রবাসীর প্রাণের গান যেন।এছাড়াও চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’— পঙ্কজ উদাসের গাওয়া এই সব গজল আজও ভুলতে পারেনি শ্রোতা-দর্শকরা। নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো জনপ্রিয় অ্যালবাম রয়েছে তাঁর ঝুলিতে। বাংলা ‘কত স্বপ্ন দেখেছি’ ‘যদি আরেকটু সময় পেতাম’ ‘গোলাপ ঠোটে রঙিন হাসি’, ‘চোখে চোখ রেখে’, ‘তোমার চোখেতে ধরা’ ইত্যাদি গান জনপ্রিয়তা পেয়েছে।৪০ বছরেরও বেশি সময় বলিউড মাতিয়েছেন তিনি।সংগীত জগত তাঁকে হারিয়ে আজ শোকস্তব্ধ।নেট দুনিয়ায় ভক্তরা শোকাহত হৃদয়ে প্রিয় গায়ককে জানাচ্ছে শেষ শ্রদ্ধা ।
Leave a Reply