আগামী ৮ মার্চ, শুক্রবার ২০২৪, সন্ধ্যা ৭টা থেকে রাত দশটা পর্যন্ত ক্যামডেন সিভিক সেন্টারে।টিকেট : $৫৫
“একতাই শক্তি! সবাই মিলে একসাথে হবো শক্তিশালী”-এই শ্লোগানে মাল্টিলিঙ্গুয়াল কমিউনিটি এন্ড কালচার(MCAC)পালন করতে যাচ্ছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪।
আর তাই তারা আহবান জানিয়েছে সকল কমিউনিটির নারীদের তাদের কিশোরী কন্যাকে সাথে নিয়ে বিশেষ অনুষ্ঠানে যোগ দেবার জন্য।
উক্ত অনুষ্ঠান সূচীতে থাকবেঃ নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যবাহী পোষাকে মা ও মেয়ের এক সাথে আনন্দঘন মুহূর্ত উদযাপনের ব্যবস্থা।বিভিন্ন পেশাজীবী নারী ও উপস্থিত সকলেই তাদের নিজস্ব পরিচিতি ও অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবে একে অন্যের সাথে।
এই দিবসটির গুরুত্ব সম্পর্কে একটি মূল আলোচনার অংশ থাকবে।এই অংশে মূল আলোচকগন নারী দিবসের গুরুত্ব এবং
তাদের জীবনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন।থাকবে রাফেল ড্র ও তার পুরস্কার।সবশেষে থাকবে বিশেষ নৈশভোজের ব্যবস্থা।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত সন্ধ্যাটি হবে খুবই আকর্ষনীয় এবং বিনোদন নির্ভর।
Leave a Reply