আর কোনও রাখঢাক নয়, জন্মের কিছুদিনের মাথায় প্রকাশ্যে আনলেন সদ্যোজাতর ছবি। গত ৭ ফেব্রুয়ারি বাবা হয়েছেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি । স্ত্রী শীতলের কোলে এসেছে তাঁদের প্রথম সন্তান।সোশাল নেটওয়ার্কে নিজেরাই জানিয়েছিলেন এই সুখবর। আর এবার প্রকাশ্যে আনলেন তাদের সদ্যজাতর ছবিও। আর সেই সাথে জানালেন সদ্যোজাতর নাম রেখেছেন ‘বরদান’।বরদানের বাংলা অর্থ হলো আশির্বাদ।আর তারা বলেন,”এটা আশির্বাদের চেয়ে কম কিছু নয়।”মা বাবার পরনে হালকা গোলাপি পোষাক।শীতলের পরিমিত সাজ, বিক্রান্তের মুখে প্রশান্তির হাসি, মায়ের কোলে সন্তান দিচ্ছে নিশ্চিন্তে ঘুম। সারা নেট দুনিয়া-তারকা থেকে অনুরাগী সকলেই নিখাদ ভালোবাসায় ভরিয়েছেন এই নব্য বাবা-মা ও সদ্যজাত বরদানকে।
Leave a Reply