বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

ময়মনসিংহে বিভিন্ন অনিয়মের দায়ে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ Time View

ময়মনসিংহে বিভিন্ন অনিয়মের দায়ে ৭ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ বৃহস্পতিবার ময়মনসিংহের মুক্তাগাছা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় বিনিময় কসমেটিকসকে ৪ হাজার, রিয়াদ স্টোরকে ৫ হাজার, সামিয়া কসমেটিক্সকে ৪ হাজার, মেসার্স হাসেন বীজ ভান্ডারকে ৫ হাজার, ফারুক এন্টারপ্রাইজকে ৩ হাজার, বৈশাখি বীজ ভান্ডারকে ২ হাজার ও ভিআইপি কসমেটিকসকে ১ হাজার জরিমানা করা হয়। ভোক্তা অধিকারের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম এই অভিযান পরিচালনা করেন।

এসময় তিনি জানান, মূল্যের তালিকা প্রদর্শন না করা, মেয়াদহীন পণ্য, মেয়াদোত্তীর্ণ পণ্য ও নকল বীজ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়। অভিযানের সময় জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আব্দুস ছালাম, মুক্তাগাছা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category