শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৭২ Time View

চট্টগ্রাম নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) রাত ১২টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইপিজেড থানার ফ্রিপোর্ট অংশে লালখান বাজারমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ২৮ বছর বয়সী মো. মোক্তার ও ৩৬ বছর বয়সী মো. রুবেল। দু’জন নগরীর সদরঘাট এলাকার বাসিন্দা।

বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান।

তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা থেকে লালখান বাজার যেতে ফ্রিপোর্ট এলাকায় এই দুর্ঘটনায় ঘটেছে। ধারণা করছি, মোটরবাইকটি দ্রুত গতিতে আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটিতে ধাক্কা গেলে দুই আরোহী ছিটকে পড়ে যায়। দু’জনই ঘটনাস্থলে মারা গেছেন। একজন খুঁটিতে আটকে ছিল, অন্যজন রাস্তায় ছিটকে পড়েছিল।

ওসি আরও বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি তদন্ত করে দেখছি এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন।

প্রসঙ্গত, দেশের দ্বিতীয় দীর্ঘতম চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এটিই প্রথম সড়ক দুর্ঘটনা মৃত্যু। যদিও এর আগে ছিনতাইকারী ‘ফাঁদ’ সুতাতে আটকে এক যুবক আহত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category