রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন

ময়মনসিংহে ভারী বর্ষণে ভেঙে গেল ব্রিজ, দুর্ভোগে ১৪ গ্রামের মানুষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৫৭ Time View

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভারী বর্ষণে একটি বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ১৪ গ্রামের মানুষ।

বুধবার (২১ আগস্ট) সকালে ময়মনিসংহেরর সড়ক ও জনপথের অধিনে থাকা ওই ব্রিজটি হঠাৎ ভেঙে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েছে ওই এলাকার ১৪ গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ।

সরজমিন পরিদর্শন করে দেখা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের বালুর ঘাট-সংলগ্ন চর আলগী গ্রামের খালের পানিতে ভেঙে পড়ে আছে বেইলি ব্রিজটি।

স্থানীয়রা জানায়, কয়েক দিন ধরে ভারি বর্ষণের কারণে বেইলি ব্রিজের নিচ দিয়ে বহমান একটি খালের পানির স্রোতের কারণে দুই পাশের মাটি সরে যায়। এতে ব্রিজটি ভেঙে পড়ে। ফলে উচাখিলা, মরিচারচর, চরআলগি, টানপাড়া, টানমলামারি, নামামলামারি, কান্দা, বড়ইকান্দি, মাঠ পাড়া, মাইজপাড়া, হাশের আলগিসহ কমপক্ষে ১৪ গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সেই সঙ্গে গৃহবন্দি হয়ে পড়েছে অনেকেই। ওই ব্রিজ দিয়ে ঈশ্বরগঞ্জ, উচাখিলা, রাজিবপুর এবং ব্রহ্মপুত্র নদপাড় হয়ে ত্রিশাল, কালিবাজার ও ময়মনসিংহে প্রতিদিন প্রায় ৪০ হাজার মানুষ যাতায়াত করে।

চরআলগি গ্রামের ফারুক মিয়া (৪০) বলেন, ‘এই রাস্তা দিয়ে দৈনিক হাজার হাজার লোক ৫০০-৬০০ অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে। আমরা এই ব্রিজ পাড় হয়ে উচাখিলা ও ঈশ্বরগঞ্জের বাজারে কৃষিপণ্য বিক্রি করতে যাই। এখন আমরা খুবই অসহায়ত্ব বোধ করছি।’

খোঁজ নিয়ে জানা যায়, এই ব্রিজটি সড়ক ও জনপথের নিয়ন্ত্রণে। জানতে চাইলে ময়মনসিংহ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাসার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ার খবর পেয়েছি। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category