বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত, নিহত ৪ প্রবাসীকল্যাণ ব্যাংকে চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম : আসিফ নজরুল দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে সরকার: অর্থ উপদেষ্টা গণভোট ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে: আলী রীয়াজ চালু হচ্ছে ফ্রিল্যান্সারদের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম সিডনিতে ‘ম্যাজিক ওয়ার্ড’ নাটকের সফল প্রিমিয়ার-শো অনুষ্ঠিত ‘ভরা থাক স্মৃতিসুধায়’- সিডনিতে অজয় দাশগুপ্তের জন্মদিন ও সোহরাব হাসানের সংবর্ধনা মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ ভিসা বন্ড শর্তাবলি পুনর্বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র: আন্ডার সেক্রেটারি

২৫ কেন্দ্রের ফল ঘোষণা, ৮০ ভোটে এগিয়ে শিবির

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২২ Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভোট গণনায় নাটকীয় মোড় দেখা দিয়েছে। টানা দশটি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিবের কাছে পিছিয়ে থাকার পর আবারও পুরোনো ছন্দে ফিরেছেন ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। একই সঙ্গে জিএস ও এজিএস পদেও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৬টার দিকে ২৫তম কেন্দ্র নাট্যকলা বিভাগের ভোটের ফল ঘোষণা করা হয়। তখন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর চেয়ে ৮০ ভোটে এগিয়ে যান রিয়াজুল ইসলাম।

এর আগে ২০টি কেন্দ্রের ভোট গণনা শেষে ছাত্রদলের ভিপি প্রার্থী একেএম রাকিব এগিয়ে ছিলেন। তবে নতুন পাঁচটি কেন্দ্রের ফলাফলে এই পরিবর্তন আসে।

এদিকে ২৫টি কেন্দ্রের ফলাফলে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ২,৯৮৩ ভোট। অপরদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ২,৯০৩ ভোট।

ভিপি, জিএস ও এজিএসসহ শীর্ষ তিন পদ এবং অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক পদে এখনও ছাত্রদল এগিয়ে রয়েছে। পাশাপাশি নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।

এ পর্যন্ত ঘোষিত ২৫টি কেন্দ্র হলো- মার্কেটিং, ফার্মেসি, পরিসংখ্যান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, ফাইন্যান্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বায়োকেমিস্ট্রি, নৃবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, প্রিন্টমেকিং–ভাস্কর্য–ড্রয়িং, প্রাণিবিদ্যা, ভূগোল ও পরিবেশ, উদ্ভিদবিজ্ঞান, সিএসই, ভূমি ব্যবস্থাপনা ও আইন, দর্শন, গণিত, ইসলামিক স্টাডিজ বিভাগ, আইইআর, ইংরেজি এবং নাট্যকলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category