সিডনির সাউথ গ্রানভিলে অবস্থিত মসজিদ আল নূরে আজ শুক্রবার বাদ আসর থেকে শুরু হয়েছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী বার্ষিক ইজতেমা। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ এবং অস্ট্রেলিয়ার নানা প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে এই ইজতেমা পরিণত হয়েছে ঈমানি জাগরণ ও আত্মশুদ্ধির এক অনন্য মিলনমেলায়।
আল্লাহর জিকির, দাওয়াত, আমল এবং দ্বীনি মেহনতের উদ্দেশ্যে সমবেত মুসল্লিরা আগামী ৭২ ঘণ্টা ইজতেমার পরিবেশে নিজেদের ঈমান ও আমলের উন্নয়নে নিবেদিত থাকবেন। তাবলিগ জামাতের মূল মেহনত, দাওয়াতের কাজ, ছয় নম্বরের অনুশীলন, আমলে সালেহার চর্চা এবং রাসুলুল্লাহ (সা.) এর সুন্নাহভিত্তিক জীবন গঠনের আহ্বান ইজতেমায় অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্দীপনা ও দৃঢ় প্রত্যয় সৃষ্টি করছে।
তিন দিনব্যাপী তাকরির, মাশোয়ারা ও বয়ানের মাধ্যমে মুসলমানদের ঈমানি শক্তি আরও সুদৃঢ় করার চেষ্টা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ, আগামী সোমবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমার সমাপ্তি ঘটবে।