শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

এক টুকরো বাংলাদেশ — সিডনিতে বাঙালিয়ানার প্রাণবন্ত উৎসবের আয়োজন চলছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৪২ Time View

“এক টুকরো বাংলাদেশ” — সিডনিতে বাঙালিয়ানার প্রাণবন্ত উৎসবের আয়োজন চলছে। দি পন্ডস কমিউনিটি হলের ৩ ও ৪ নাম্বার হলে (The Ponds Community Hub, Hall 3 & 4) আগামী শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ | সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত । ফ্রি এন্ট্রি ও ফ্রি পার্কিং।

সিডনির বুকে একদিনের জন্য যেন ছোট্ট এক বাংলাদেশ! ‘হৃদয়ে বাংলাদেশ’ এর আয়োজনে এবং একাধিক উদ্যোগের সম্মিলিত প্রয়াসে আগামী ৬ই সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অসাধারণ সাংস্কৃতিক ও ব্যবসায়িক উৎসব — “এক টুকরো বাংলাদেশ”।

এই আয়োজন শুধু একটি মেলা নয়, বরং একটি আবেগ, একটি উৎসব, যেখানে ফুটে উঠবে বাংলাদেশের রঙ, রূপ, স্বাদ আর সুর। ঐতিহ্যবাহী পণ্য থেকে শুরু করে আধুনিক ফিউশন ডিজাইন, স্থানীয় উদ্যোক্তাদের স্টল থেকে উঠে আসবে বাংলাদেশের গন্ধমাখা ইতিহাস, সংস্কৃতি এবং সৃজনশীলতা।

এই মেলার বিশেষত্ব শুধু কেনাকাটা নয় — এখানে আপনি পাবেন পরিচিত গন্ধে ভরা দেশি খাবার, হাতে গড়া কারুশিল্প, চোখ ধাঁধানো পোশাক, গয়না, হোমডেকর, নানান ধরনের বই ও গাছপালা সাথে বিউটি প্রোডাক্টস, আর এক ঝলক প্রাণের বাংলাদেশ।
মেলার বিশেষ আকর্ষণ:
• পণ্য প্রদর্শনী ও বিক্রয় — হস্তশিল্প, ফ্যাশন, ফুড, লাইফস্টাইল
• উদ্যোক্তা প্ল্যাটফর্ম — নতুন ও অভিজ্ঞ ব্যবসায়ীদের একত্র হওয়ার সুযোগ
• কমিউনিটি কানেকশন — সংস্কৃতি, ঐতিহ্য ও বাঙালিয়ানার মিলনমেলা

আয়োজনের পেছনে যৌথ উদ্যোগ:
• প্রবাসে বাঙলার ঐতিহ্য
• বিভাবরী
• Design by SHAMPZ
• Mayurakkhi International
• KJ Atelier
• দেশিও ঐতিহ‍্য by Sanjida

স্টল পার্টনারদের মূলধারায় থাকছে:

ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, লাইফস্টাইল পণ্য ও ফ্যাশন আইটেমস — সব কিছুতেই থাকবে বাংলাদেশের রঙ আর ছোঁয়া।

খাবারের স্টলে থাকছে মুখরোচক আয়োজন:
• Fuska House – চটপটা ফুচকার স্বাদে মাতবে মন
• Mukhorochok – দেশি স্ন্যাকস ও অনন্য ভর্তা-বিরিয়ানি
• Ghoroa Sweets by Shoma – বাংলার মিষ্টির ঘ্রাণ
• Couple of Chef – ফিউশন কুইজিন ও নতুন স্বাদের এক্সপেরিমেন্ট
আরো থাকবে—Plant stall – আরুলিয়া
Book stall- ইকড়িমিকড়ি
Mehedi stall- হেনা বাই লুবাবা
Mr Naga
লক্ষ্য ও উদ্দেশ্য:
এই আয়োজনের মূল লক্ষ্য শুধুমাত্র ব্যবসা নয় — বরং প্রবাসে বসেও দেশের সংস্কৃতি, শিল্প ও ঐতিহ্যকে ছড়িয়ে দেওয়া। এটি একদিকে যেমন সামাজিক সংযোগ ঘটাবে, তেমনি উদ্যোক্তাদের জন্য হবে একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম।
চলুন, একসাথে গড়ি এক টুকরো বাংলাদেশ। প্রবাসে বাংলার ঐতিহ্যকে বুকে নিয়ে, সিডনির আকাশে ওড়াই লাল-সবুজের স্বপ্ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category