সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ Time View

কুয়েটের সাময়িকভাবে বহিষ্কৃত ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে খুলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক হল।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে কুয়েটের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ছেলেদের ৬টি ও মেয়েদের ১টি হল খুলে দেওয়া হয়েছে। আগামী ৪ মে থেকে কুয়েটে ক্লাস শুরু হবে।

কুয়েটের এক কর্মকর্তা জানান, গত ১৪ এপ্রিল ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা আজকের সিন্ডিকেট সভায় প্রত্যাহার করা হয়।

এর আগেই আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে হলের তালা ভেঙে সেগুলোতে অবস্থান নেন। ১৫ এপ্রিল ছেলেদের হলগুলোর তালা এবং গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় মেয়েদের রোকেয়া হলের তালা ভাঙা হয়।

উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২৫ ফেব্রুয়ারি সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। পরে ১৪ এপ্রিল ওই ঘটনার জেরে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category