বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

প্রচন্ড শীতে কাঁপছে সারাদেশ । চলছে শৈত্যপ্রবাহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ Time View

দেশের উত্তরাঞ্চলসহ সারাদেশে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রার পারদ নেমেছে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। বেলা গড়িয়ে দুপুর হলেও দেখা মিলছে না সূর্যের।

উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে দিনাজপুরে আজ (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে এই জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রংপুর ও পঞ্চগড় জেলায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রংপুর বিভাগীয় আবহাওয়া অফিস জানিয়েছে, এই পরিস্থিত আগামী ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে। তবে আগামী পরশুদিনের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছেন রংপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ৩ জানুয়ারি অপেক্ষাকৃত বেশি কুয়াশা থাকার আশঙ্কা রয়েছে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলাগুলোতে। এ সকল বিভাগের জেলাগুলোতে দুপুর ১২টার আগে সূর্যের আলো দেখার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। সবচেয়ে ঘন কুয়াশার আশঙ্কা রয়েছে ময়মনিসংহ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপরে। হালকা থেকে মাঝারি মানের কুয়াশার উপস্থিতির আশঙ্কা করা হচ্ছে দেশের অন্য ৫টি বিভাগের জেলাগুলোর ওপরে। এই ৫টি বিভাগের জেলাগুলোতে সকাল ১০টা থেকে ১২টার মধ্যে সূর্যের আলো দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ৪ জানুয়ারি অপেক্ষাকৃত বেশি কুয়াশা থাকার আশঙ্কা রয়েছে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে। হালকা থেকে মাঝারি মানের কুয়াশার উপস্থিতির আশঙ্কা করা যাচ্ছে দেশের অন্য ৫টি বিভাগের জেলাগুলোর ওপরে।

তিনি আরও জানান, আগামী ৫ জানুয়ারি দেশে দক্ষিণাঞ্চলের জেলাগুলো কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশঙ্কা রয়েছে। অপেক্ষাকৃত বেশি কুয়াশা থাকার আশঙ্কায় রয়েছে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলো এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে। হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার আশঙ্কা করা যাচ্ছে খুলনা বিভাগের উত্তরের জেলাগুলো এবং রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর উপরে।

আগামী ৬ জানুয়ারি দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোর কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশঙ্কা রয়েছে। অপেক্ষাকৃত বেশি কুয়াশা থাকার আশঙ্কা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের জেলাগুলোর ওপরে।

এছাড়া আগামী ৭ জানুয়ারি পুরো দেশ কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশঙ্কা রয়েছে। অপেক্ষাকৃত বেশি কুয়াশা থাকার আশঙ্কা রয়েছে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর ওপরে। এরপর এই বৈরী আবহাওয়া অনুকুলে আসার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category