মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি বহাল আছে চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা গোবর্ধন আসরানি প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচন সম্পন্ন — সভাপতি মনিরুল হক জর্জ, সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম সিডনিতে পালিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস কাজী ফারুক বাবুলের কথা,সুরে তানিয়া শারমিন তানিশার ” ময়ূরী “ ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবীন বরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন আগুনে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ব্যাপক বিক্ষোভ শাহজালালের কার্গো ভিলেজের আগুন অনেকটা নিয়ন্ত্রণে ঢাকাগামী ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম-কলকাতায়

১৩৫ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ Time View

মহান বিজয় দিবস উপলক্ষে ১৩৫ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেছে ঢাকা জেলা প্রশাসন। প্রথমে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের মধ্যে প্রাইজমানি বিতরণ করা হয়। 

সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে তাদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমদ প্রধান অতিথি ও ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. ফুয়ারা খাতুন স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. শোয়েব শাত-ঈল ইভান ও সহকারী কমিশনার নুসরাত নওশীন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন ও ঢাকা জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান বক্তব্য দেন।

এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের মূল কর্মসূচি শুরু হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় দিবসের উদ্বোধন করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধারাসহ সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমদ বলেন, অত্যাচারের মাত্রা যখন বাড়ে, তখন সে এটাকে নিজের সফলতা বলে মনে করে। একই সঙ্গে অত্যাচারের মাত্রা যখন বাড়ে, তখন মানুষের প্রতিরোধের আকাঙ্ক্ষাও বাড়ে। এখান থেকেই জন্ম নেয় মুক্তিযুদ্ধ।

ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, পৃথিবীর যত পরিবর্তন, যত ইতিহাস সবকিছুতেই ছাত্ররা জড়িত। জুলাই-আগস্টের অভ্যুত্থানে ছাত্ররা জেগে উঠে বিজয় এনে দিয়েছে। গুম, খুনের বিরুদ্ধেও তারা লড়াই করেছে। মুক্তিযোদ্ধারা সজাগ হতে হবে। নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে তাদেরকে এদেশ উন্নতি করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category